সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য সহকারীগণ ৫ম দিনের মত কর্মবিরতি পালন করে চলছে।
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ এই কর্ম বিরতি ঘোষনা করেন। এই ঘোষনার ফলে সারা দেশে একযোগে শুরু হয়েছে কর্মবিরতি।
আর এ কর্মসুচীর ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু, বন্ধ হয়ে আছে ইপিআই কার্যক্রমসহ অন্যান্য সেবা কার্যক্রম। অন্ধকারের দিকে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ।
আজ মংগলবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ মহি উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফয়জুন্নেছা পারভিন, সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন মিয়া, সাবেক সভাপতি জহুরা বেগম প্রমুখ। পরিচালনা করেন তাসলিমা আক্তার।
জেলা সভাপতি মোঃ মহি উদ্দিন বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি পুরন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, তাই আমরা আশা করি প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্থবায়নে সচেষ্ট হবেন।