কামরুজ্জামান আল রিয়াদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।
মঙ্গলবার(১ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।
বিপুল উৎসাহ উদ্দিপনা সহকারে প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন দাখিল করেন।
মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম শিবলু, সারোয়ার আলম, ইমদাদুল ইসলাম শীতল, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ফরিদ আহমেদ অলি।
এছাড়াও পৌর সভার ৯ টি ওর্য়াডে কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম এর কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
সহকারি রিটার্নিং অফিসার ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন মনোনয়নপত্র ৩ ডিসেম্বর যাচাই বাছাই করা হবে। ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।
১১ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম এ।
এরারের নির্বাচনে ১৭ হাজার ৯ শ ৬১ জন ভোটার রয়েছে।
উল্লেখ্য,১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।