নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ও একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন অফিস।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী, ৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই – বাচাই শুরু হয়।
মনোনয়ন পত্র যাইচ – বাচাই করেন জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম।
৫৮ জন প্রার্থীর মনোনয়ন যাচাই – বাচাই শেষে সতন্ত্র মেয়র প্রার্থী হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক ও ৪ নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী মোঃ মুখলিছ মিয়ার মনোনয়ন পত্র টি বাতিল করা হয়।
৫৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুকের মনোনয়ন পত্রে সর্মথনকারি একজন ভোটার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোটার না হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।
কাউন্সিলর প্রার্থী মুখলিছ মিয়া ঋন খেলাপী হওয়ায় তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে।
তবে প্রার্থীরা ৩ দিনের ভিতরে জেলা প্রশাসক বরবারে আপিল করতে পারবেন।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন ইলেট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে।