সৈয়দ শাহান শাহ পীর : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের রাস্তা থেকে দিন দুপুরে ছুরি দিয়ে আঘাত করে এক মহিলার গলা ও কান থেকে স্বর্ন অলংকার ছিনতাই করেছে দুর্বত্তরা।
জানা যায় , শুক্রবার দুপুরে উক্ত ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো জলফু তালুকদারের স্ত্রী মোছাঃ সুলতানা তালুকদার (৪০) মদনপুর গ্রামের বিয়ে বাড়ি থেকে নিজ গ্রামে আসার পথে বিশ্বরোড সংলগ্ন নোয়াগাও গ্রামের রাস্তার কালভার্টের নিকটে আসলে দুটি মোটর সাইকেলে ৪-৫জনের একটি সংঘবদ্ধ দল সুলতানা ও তার ছেলে মোঃ শাকিব তালুকদারকে (৮) পথরোধ করে সুলতানাকে শরীরে আঘাত করে আর ছেলেকে গলায় ছুরি ধরে সুলতানাকে টেনে হেছরে গলা ও কান থেকে প্রায় ১লক্ষ ২৫হাজার টাকার স্বর্ন অলংকার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ।
এ সময় মা ও ছেলের সুর চিৎকারে আশ পাশের লোক এগিয়ে এসে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পরর্বতীতে সুলতানার অবস্থা বেগতিক দেখা দিলে সংগে সংগে তাকে সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয় । বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
উল্লেখ্য, উক্ত ঘটনার আগের দিন সুতাং শাহজিবাজারে হবিগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এ সমস্ত ঘটনার বিরুদ্বে অপরাধ নির্মুলে সভা করে । কিন্তু পরের দিনই উক্ত ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ফলে এলাকায় ভয় আতংক বিরাজ করছে।