নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি। সোমবার দুপুরে জিবিবি (৫৫) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শহরতলীর ধুলিয়াখালস্থ প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিক ভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী বলেন, ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলা মাধবপুর, চুনারুঘাট ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে ৪ হাজার ৩শ ৩ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ৫শ ৭৮ বোতল মদ, ৭ হাজার ৫শ ৭০ পিস ইয়াবা, ৬শ ১৩ বোতল বিয়ার, ১৯ বোতল সিরাপ, ১৯ প্যাকেট বিড়ি, ১৯ পিস ট্যাবলেট ও বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়। এছাড়াও ওই সময়ে ১৫৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য সকলের উপস্থিতিতে ভুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। তিনি আরো জানান, সরকারের মাদকের বিরুদ্বেধ জিরো টলারেন্সনীতি অব্যাহত রাখতে বিজিবি বদ্ধপরিকর। দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এ বাহীনি।