রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : আন্তরর্যাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে মাধবপুর উপজেলয় বেগম রোকেয়া দিবস এবং ৫ কেটাগরির ৫ জন জয়িতা মহিলাকে সম্মননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল সারে ১২টায় মাধবপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের উদ্যেগে অনুষ্টান শুরু হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএফ শাহজাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা বাবু সুকমল রায়, তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন সহ আরো অনেকে।
৫টি ক্যাটাগরীতে সম্মাননা স্মারকেরর মধ্য অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী হিসেবে মোছাঃ রোকেয়া বেগমকে, শিক্ষা ক্ষেত্রে খুবই কষ্ট করে পড়ালেখা করায় মোছাঃ মাজেদা বেগম কে,সফল জননী নারী হিসেবে মোছাঃ নুরুন্নাহার বেগমকে, নির্জাতনের বিভিষীকা আছমা বেগম, সমাজ উন্নয়ন, সমাজে বিশেষ অবদান রাখায় মোছাঃ শাহানা বেগমকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়।