সৈয়দ শাহান শাহপীর : আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাজিউড়া ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
জানা যায়, গত কয়েক মাস পুর্বে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামিলীগ নেতা শেখ কামালের অকাল মৃত্যুেতে চেয়ারম্যান পদ শুণ্য
ঘোষণা করা হয়।
আর কয়েক মাস পর হবিগঞ্জ সদর উপজেলার ৬নংরাজিউড়া ইউনিয়নে উপ নির্বাচন তফশিল ঘোষণা দেয় সরকার ফলে আজ শুণ্যপদে ৫জন প্রার্থীর মধ্যে তুমুল লড়াই চলছে। কে হারে কে জেতে দেখা যাবে।প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট যুদ্ধ করছেন আজ।
কেউ মাদক মুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি, কেউ রাস্তা ঘাট গড়ার প্রতিশ্রুতি,কেউ শিক্ষিত সমাজ গড়ার প্রতিশ্রুতি, কেউ সুষ্ঠু রাজনিতির প্রতিশ্রুতি আর কেউর ইউনিয়নকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়ার প্রতিশ্রুতি রয়েছে। আজ৯টা থেকে ৪টা পর্যন্ত যার যার প্রার্থীর প্রতিশ্রুতি মতে ভোট দিচ্ছেন ভোটাররা।
উল্লেখ্য,এবারের উপ নির্বাচনে একজন আওয়ামিলীগ প্রার্থী এবং ৪জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।আর তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী থেকে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান সচেতন ভোটাররা।