শেখ মোঃ হারুনুর রশিদ চুনারুঘাট(হবিগঞ্জ):-চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হাজী সুন্দর আলী মীর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলে ভোট প্রদান ও গ্রহণ কার্যক্রম।কেউন্দা ও কাপুড়িয়া দুটি গ্রামের ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮’শ ১৭।কাস্টিং হয়েছে ১৩৪১ ভোট।নির্বাচনে অংশগ্রহণকারী ৭ জন প্রার্থীর মধ্যে মীর মোঃ ছানু মিয়া সর্বোচ্চ ২’শ ৬২ ভোট পেলে প্রিজাইডিং অফিসার তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।তাঁর নিকটতম প্রতিদন্ধী মোঃ সবুজ মিয়া ঘুড়ি মার্কা নিয়ে ২’শ ৪৪ ভোট।
উল্লেখ্য,উল্লেখিত ওয়ার্ডের বার বার নির্বাচিত তাহির মেম্বার গত আগষ্ট মাসে স্ট্রোকজনিত কারণে মারা যান।যে কারণে গতকাল ওই ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।