এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশে কমিটির উপজেলা তাঁতিলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৪টায় চুনারুঘাট উপজেলা তাঁতিলীগের সভাপতি কবির মিয়া খন্দকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল এর সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,দেশব্যাপী হঠাৎ জেগে উঠা মৌলবাদী দলগুলোর কিছু নেতৃবৃন্দ স্বাধীনতা ৪৯ বছরের শেষে শক্ত হাতে ধর্মীয় মনস্তাত্ত্বিক কে কাজে লাগিয়ে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অগণিত ভাস্কর্যের নির্মাণ প্রতিরোধে উঠে পরে লাগে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে রাতে আঁধারে আকস্মিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নবনির্মিত নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে ফেলে।
তখন বঙ্গবন্ধুর অনুসারী বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।দেশব্যাপী বিভিন্ন সংগঠন ডাক দেয় এক যুগে কর্মসূচি।এরই পেক্ষিতে আজ চুনারুঘাট পৌর শহরের প্রদান প্রদান সড়কে বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজারে প্রতিবাদ সভা করে উপজেলা তাঁতিলীগের নেতাকর্মী।
এসময় বক্তব্য তারা অনতিবিলম্বে এই সন্ত্রাসী ও রাষ্ট্র বিরোধী গোষ্ঠী কে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।অন্যতায় পরবর্তীতে আরও কঠিন আন্দোলনের হুশিয়ারী দেয়।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সহ উপজেলা তাঁতিলীগের নেতৃবৃন্দ গন।