নিজস্ব প্রতিবেদক : মদ খেয়ে মাতলামি করায় শায়েস্তাগঞ্জ থানাধীন শাহাজীবাজার এলাকায় দুই মাতালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ থানার এএসআই বিধান রায় ও লিটন চন্দ্র পালের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালনা করা হয়।
আটককৃত লিটন মিয়া(২২) ভৈরব এর রংদিয়া এলাকার লিয়াকত মিয়ার পুত্র ও একই এলাকার মিজানুর রহমান (২০) হবি মিয়ার পুত্র।
আসামি দুইজনকেই ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের উপস্তিতিতে মোবাইল কোর্ট বসিয়ে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানাসহ অনাদায়ে আরো দুইদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।