কামরুজ্জামান আল রিয়াদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপির মেয়র প্রার্থীসহ ৬জন মেয়র ও ৩৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা হল রুম সব প্রার্থীদের নিয়ে নির্বাচনে আচরন বিধি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম।
মতবিনিময় সভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাসুদউজ্জামান মাসুক, বিএনপির মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম শিবলু, সতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম শীতল সহ বিভিন্ন ওর্য়াডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। প্রার্থীদের হুসিয়ার করে বলেন আচরন বিধি না মানলে ভ্রাম্যমান আদলত বসিয়ে জরিমানা ও প্রার্থীতা বাতিল করা হবে। কোন ভাবেই আচরন বিধি লংগন করা যাবেনা। আচরন বিধি লংগন হয় এ রকম কোন কাজ করলেই প্রার্থীদের কে জরিমানা করা হবে। কাউকে কোন ছাড় দেয়া হবে না।