সৌরভ শীল,চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে :যথাযোগ্য মর্যাদা, নানা কর্মসূচি ও জতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে “মহান বিজয় দিবস” পালন করা হয়েছে।
বুধবার ভোরের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন ও জতীয় পতাকা উত্তোলন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ।
এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে থানা পুলিশ। এর পরেই সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ এসে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছেন।