সৌরভ শীল, চুনারুঘাট(হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট মধ্য নরপতি গ্রামে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে বিশ্ব শান্তি কল্পে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় এই তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ষোড়শ প্রহর (২দিন) ব্যাপী প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে।
এদিকে আয়োজক কমিটি সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন৷ এবছর নিয়ে ১৩বছর পূর্ণ হবে।
অনুষ্ঠান আয়োজন -২৬শে ডিসেম্বর শনিবার সকাল ৯টা হইতে বিকাল ৪টা পর্যন্ত স্ব্যধ্যায় যজ্ঞ ও গীতা আলোচনা, বিকাল ৪টায় শিশুদের গীতা আবৃত্তি, সন্ধ্যা ৬টায় ধর্মীয় সংগীতানুষ্ঠান, রাত ৯.৩০মিঃ সময়ে ষোড়শ প্রহরব্যাপী নামযজ্ঞের শুভাধিবাস।
২৭শে ডিসেম্বর রবিবার ব্রাহ্মমূহুর্তে মঙ্গলারতী ও ষোরশ প্রহরব্যাপী নামযজ্ঞ শুভারম্ভ।
২৮শে ডিসেম্বর সোমবার বেলা ১২টায় ভোগরাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ।
২৯শে ডিসেম্বর মঙ্গলবার ঊষালগ্নে নগর পরিক্রমা ও দধি ভান্ড ভঞ্জনের পর এ নামযজ্ঞ সমাপন হবে।