সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ‘‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’’ এই স্লোগানে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যানার্জি।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসফিকা হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,আব্দুল মান্নান প্রমুখ।
উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল, মডেল কামিল মাদ্রাসা, পাবলিক স্কুল এন্ড কলেজ, প্রাণ আরএফএল পাবলিক স্কুল, মুজাহের উচ্চ বিদ্যালয়, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, জহুরচান বিবি মহিলা কলেজ ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ এর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন প্রজেক্ট স্থান পেয়েছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০টি স্টল পরিদর্শন করেন।
এদিকে বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে ১০টি স্টলের মধ্যে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল। সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে জহুরচান বিবি মহিলা কলেজ, তৃতীয় স্থান অধিকার করে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।