রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলারর মাধবপুর বাজারে রাস্তার মধ্যে দোকানের মালামাল রাখায় এবং রাস্তায় মোটরসাইকেল পার্কিং করায় দোকানের মালিককে এবং মটরসাইকেলের মালিককে নগদ ২৫০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১’ডিসেম্বর) সকাল ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান এই অভিযান পরিচালনা করেন। তিনি বাজারের সকল বিক্রেতা এবং ক্রেতাদের মাক্স ব্যবহার করার আহব্বান করেন । করোনা কালীন সময়ে সকলকে সতর্ক থাকতে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।