মোঃজামাল হোসেন লিটন :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়ক ক্রসিংয়ের সময় ট্রাক চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
২১ডিসেম্বর,সোমবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আল আমিন (২৮) চুনারুঘাট উপজেলার কাপুড়িয়া গ্রামের জারু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, শায়েস্তাগঞ্জের দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২) ও চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে আউয়াল (২৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, শায়েস্তাগঞ্জ থেকে ২ জন যাত্রী নিয়ে দেউন্দি যাচ্ছিল একটি টমটম ইজিবাইক।
এ সময় ইজিবাইকটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড়াপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রীই গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি দুইজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।