নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে এক মাদক পাচারকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ দণ্ডাদেশ প্রদান করেন।
এর আগে ভোর ৫টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে নোয়াহাটি মনতলা রোডের শাহজাহানপুর গ্রামের জামতলি এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আরমান মিয়া (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত আরমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডপাড়া এলাকার সুলেমান মিয়া পুত্র।