চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের সীমান্ত এলাকার একটি জঙ্গলে তিনদিন যাবৎ একটি দামি গাড়ি পড়ে আছে।টানা ৩দিন ধরে পড়ে থাকা গাড়িটি দেখে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।
(১ জানুয়ারী) শুক্রবার সকালে সরেজমিন ডুলনা গ্রামে গিয়ে গাড়িটি দেখা যায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।পরে গাড়িটির ব্যাপারে স্থানীয় কয়েকজন কে জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে পারেন নি।তবে অনেকেই বলেছেন উপজেলার পুর্বাঞ্চলের আলী নগর ঠিলার একজন লোক তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে গাড়িটি এখানে রেখে গেছেন।
কিন্তু অনেক্ষণ অপেক্ষা করেও গাড়ির মালিক কিংবা ড্রাইভারের খুজে পাওয়া যায়নি।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন,খবর পেয়েছি, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।