সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ :”ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়।
শনিবার (২জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।
উপপরিচালক সমাজসেবা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, প্রবীণ হিতোষী সংঘের ইঞ্জিনিয়ার সামছ উদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার তাহির মিয়া, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, বাসসের জেলা প্রতিনিধি শাহ ফখরুজজামান, তাসনুভা শামীম ফাউন্ডেশনের এসএম মহসিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীগণ প্রতিবন্ধীদের জন্য হাসপাতালে সংরক্ষিত আসন, পাবলিক পরিবহনে আলাদা আসন বরাদ্দ রাখার দাবী জানান।
আলোচনায় সভায় প্রধান অথিতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ব্যাপক পরিকল্পনার পাশাপাশি প্রতিটি নাগরীককে সম্পদে পরিণত করতে চান।
আলোচনা সভা শেষে জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং নগদ অর্থ প্রদান করা হয়।