নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নোহা গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (৩০) এর মৃত্যু হয়েছে।
তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ডাকিজাঙ্গাল গ্রামের হাজী লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়কের মোড়ে সিলেটগামী নোহা গাড়ীর চাপায় গুরুত্বর আহত হয় শায়েস্তাগঞ্জগামী মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ফরিদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়। দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম।
দুর্ঘটনায় খবরে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে।
কিছু সময় অতিবাহিত হওয়ার পর শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম ঘটনাস্থলে এসে সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় জনতা।