শেখ হারুন,চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহ ২০২০-২১ এর আওতায় ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় খাদ্য গুদামে ফিতা কেটে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
দুইজন কৃষকের নিকট থেকে ২ টন ধান সংগ্রহের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন জানান,সরকারী বরাদ্দ অনুযায়ী উপজেলায় মোট ৫’শ ৬ টন ধান সংগ্রহ করা হবে।আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ধান সংগ্রহের কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন,ইন্সপেক্টর(খাদ্য)মোঃ আব্দুস সামাদ,খাদ্য গুদাম পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, ফাহিম অটোমেটিক রাইস মিলের সত্ত্বাধিকারী মকসুদ আলী,অমর-শরীফ ব্রয়লার রাইছ মিলের সত্ত্বাধিকারী আঃ রহমান ও মোঃ ছায়েব আলী প্রমূখ।