সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ: নিজের স্ত্রীকে বাচানো এবং অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে বিক্রি করতে যাওয়া সেই দম্পতির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন হবিগঞ্জ । রবিবার (১০জানুয়ারী) বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আলোচিত সেই মাকে সাহায্যের উদ্দেশ্যে জেলা প্রশাসক হবিগঞ্জ এর পক্ষ থেকে নবজাতকের মায়ের জন্য খাদ্যসামগ্রী, কম্বল, এবং নবজাতকের জন্য শীতবস্ত্র প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম ৮ জানুয়ারি অতিরিক্ত রক্তক্ষরণ সংক্রান্ত সমস্যা নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গায়নি বিভাগে ভর্তি হন। এ সময় রোগীর অবস্থা দেখে চিকিৎসকরা জানান ৫ ব্যাগ রক্তের প্রয়োজন।
কিন্তু নবজাতকের বাবা রহিম উদ্দিন টাকার অভাবে রক্তের ব্যবস্থা করতে না পারায় সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন।
মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে নিজের ১৫ দিনের সন্তানকে বিক্রি করে দেন রহিম-আকলিমা দম্পতি।
পরে সাংবাদিক এবং পুলিশের সহায়তায় সেই সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।