এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রবাসী উন্নয়ন পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ডিসিপি হাই স্কুলে প্রবাসী উন্নয়ন পরিষদের উপদেষ্টা সুহেল তরফদার এর সভাপতিত্বে ও হোসাইন আহমেদ মির্জা,নাছির হোসাইন তানভীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ম্যানেজার নুরুল হক।
জানা যায়,চুনারুঘাটের বিভিন্ন অঞ্চলের অসহায় দরিদ্র পরিবারে সহযোগিতার পাশাপাশি এই শীতে তাদের কে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ নেয় প্রবাসী উন্নয়ন পরিষদ।এ সময় অসংখ্য উপকার ভোগীদের উপস্থিতিতে অতিথিগন সকল প্রবাসীদের সম্মান দেখান।এবং তাদের প্রতি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে প্রবাসী জীবন যাপনের দাবি জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু,ব্যকসের সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ,যুগ্ম সম্পাদক সাহেব আলী মীর,ডিসিপি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন,মাদক বিরোধী শক্তি চুনারুঘাট উপজেলা সভাপতি ফুলমিয়া খন্দকার মায়া,মেম্বার সমিতির সভাপতি আব্দুল মালেক মেম্বার, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু,মিজানুর রহমান, মীর জোবায়ের,সমাজকর্মী শফিউল আলম সাফি,মীর রাজিব,সাইফুর রহমান,মোহাম্মদ রাকিব,খোয়াই প্রবাসী সংগঠনের আহ্বায়ক আব্দুল হাই আল মামুন,শুভ, কাউছার,আফজাল,জি আহমেদ,মারুফ চৌধুরী, মীর সজিব প্রমুখ।