চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আব্দুস শহীদ নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
জানা যায়, চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের খেতামারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খোয়াই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুস শহীদ (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আব্দুস শহীদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ছনখলা গ্রামের মৃত আবু চান মিয়ার ছেলে।
এ সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।