মোঃ বাহার উদ্দিন, লাখাই ।। বুধবার ( ২৭ জানুয়ারী ) লাখাই উপজেলার তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে “ফ্রি-ল্যান্সিং আউটসোর্সিং এর মাধ্যমে বেকার যুব ও যুব নারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক ২২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ এবং জাইকা এর অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ও জাইকা প্রকল্পের সমন্বয়ক মোঃ জামাল হোসেন, উপজেলা আইটি প্রোগ্রামার আব্দুর রহিম, প্রশিক্ষক ফয়সল আহমদ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ২০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অথিতিবৃন্দ।