সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : লাখাই উপজেলা প্রশাসন এর উপস্থিতিতে স্থানীয় বুল্লাবাজার এর শাহ বায়েজিদ রোডে মালিক পক্ষ ও সরকারী ভূমির সীমানা নির্ধারন করা হয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বুল্লা দোকান মালিক পক্ষ মো রফিকুল ইসলাম তালুকদার এর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানার উপস্থিতিতে সরকারী ভূমি গোপাট ও মালিক পক্ষের দোকান ঘরের ভূমি পরিমাপ করে সীমানা নির্ধারন পূর্বক সীমানা পিলার প্রদান করা হয়।
সীমানা নির্ধারণীতে পরিমাপে দায়িত্ব পালন করেন জেলা রাজস্ব শাখার কাননগো আব্দুল মান্নান পাটোয়ারি, বুল্লা তহশিল অফিসের তহশিলদার অরুন কুমার পাল, সার্ভেয়ার মো মানিক মিয়া, মালিক পক্ষের মনোনিত স্থানীয় আমিন মো সাজিদুর রহমান, বুল্লাবাজার ব্যকস এর সদস্য সচীব মো বাহার উদ্দিন প্রমুখ।