শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুরে স্কুল ছাত্র তানভীর হত্যাকারীদের ফাসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ জানুয়ারী) বিকাল ৪টায় ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর রেল গেইটে নূরপুর ও নছরতপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন – নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ,সিলেট বারের এডভোকেট সুফিউল আলম,মহিলা মেম্বার মোছাঃ রাবেয়া বেগম, কন্ঠ শিল্পী আশিকুর রহমান আশিক, বিশিষ্ট মুরুব্বী ইসহাক আলী ময়না মিয়া, জলফু মিয়া,ইসহাক আলী সেবন, মুক্তাদির চৌধুরী মাসুদ, আব্দুল মন্নান বেলন, কে এম সুফি,আইয়ুব আলী সরদার, মানিক মিয়া, মোতাকাব্বির আক্কাস, ইসহাক আলী সেবন, লতিফ মিয়া, তানভীর আহমেদ সফিক, কামরুল হাসান রাসেল, মুক্তিযোদ্ধা নূর মিয়া,মাসুক মিয়া,আরিফ হোসেন খোকন, রাকিবুল হোসেন সান্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুল ছাত্র তানভীরকে নির্মমভাবে তারা হত্যা করেছে।আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসি চাই।
খুনি উজ্জ্বল, শান্ত, জাহেদ পরিকল্পিতভাবে তানভীর কে হত্যা করেছে। এই তিন হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, হিলফুল ফুজুল যুব সংঘ,নছরতপুর সুর্যতরী যুব সংঘ,হাজী আফরাজ আলী স্কুল এন্ড কলেজসহ আরও অনেক সংগঠন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন, এছাড়াও এলাকার প্রায় শতাধিক যুব-সমাজ ও মুরুব্বীগন এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।