সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : বৈশ্বিক করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তিকামনায় ২৪ প্রহর ব্যাপী (৩দিন) শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান।
অনুষ্ঠান আয়োজনের মধ্যে ছিল, ২৩ জানুয়ারি শনিবার ৪৭তম বিশ্বমঙ্গল শ্রীশ্রী মহানাম যজ্ঞের শুভ উদ্বোধন, ২৪ জানুয়ারি রোববার হইতে ২৬ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদভগবদ গীতা আলোচনা, ধর্ম সভা, ধর্মীয় সংঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কবিগান, পদকীর্ত্তন, লীলাকীর্ত্তন, ২৬ জানুয়ারি মঙ্গলবার মহানাম যজ্ঞের শুভাধিবাস ও ২৭ জানুয়ারি বুধবার হইতে ২৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী (৩দিন) মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি শুক্রবার শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগের পর মহাপ্রসাদ বিতরণ।
৩০ জানুয়ারি শনিবার কীর্ত্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুট তৎপর উৎসব সমাপন হয়েছে।
এ উৎসব অঙ্গনে দূরদূরান্ত হইতে অনেক ভক্তবৃন্দের সমাগম গটেছে।