সৈয়দ সালিক আহমেদ,হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারদের মাঠ পরিদর্শন ও গাফলতির কারণে হুমকির মুখে সরিষা ও মধু চাষ।
যার ফলশ্রতিতে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মৌবাড়ী মাঠে মৌচাষী এবং স্থানীয় কৃষকদের মধ্যে মৌ চাষের ফলে সরিষার ফলন কমে যাবে এমন ধারনার বশবর্তী হয়ে জটিলতার সৃষ্টি হয়। একপর্যায়ে মৌচাষ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে।
এরই এক পর্যায়ে সোমবার (১ফেব্রুয়ারী) দুপুরবেলা ঐ মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম সহ কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত হয়ে ভুল ধারনার অবসান ঘটান। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের বক্তব্য শুনে কৃষকগ ভুলধারনা দূরীভূত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, উপসহকারী কৃষি অফিসার মানুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সরিষা চাষী আমীর আলী বলেন, আমরা যখন সরিষা চাষ করি, তখন ইউনিয়নের কোন কৃষি অফিসার আমাদের সাথে যোগাযোগ করেন নাই। আমাদেরকে যদি এই বিষয়ে পূর্বে ধারণা দেওয়া হতো তাহলে আজকে এধরণের সমস্যা সৃষ্টি হতো না। ইতিমধ্যে আমাদের এই সরিষা চাষ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসেছেন।
উল্লেখ্য লাখাইয়ে সরিষা নির্ভর মৌ চাষের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উপজেলা প্রশাসন,কৃষি দপ্তর এর উদ্দ্যোগে মধু সংগ্রহে শতাধিক মৌবাক্স স্থাপন করেছেন মৌচাষী ছুরত আলী।