সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জে সর্বপ্রথম কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান । বুধবার (৩ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, আগামী ৭ফেব্রুয়ারী সকাল ১০টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ভাবে কোভিড -১৯ এর টিকা প্রদান করা হবে।
এসময় তিনি বলেন, সর্বপ্রথম তিনি টিকা গ্রহণ করে এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান বলেন, যারা টিকা প্রদান করবে তাদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি একটি মেডিকেল টিম থাকবে যারা তাৎক্কনিক কোন প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসা প্রদান করবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান।