রুবেল আহাম্মেদ , মাধবপুর : জেন্ডার ভিত্তিক বৈশম্য রোধ, বল্য বিবাহ প্রতিরোধ, এবং কিশোর অপরাধ থেকে কিশোর-কিশোরীদের বিরত রাখার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আধীনস্থে বাংলাদেশের প্রত্যকটি জেলা উপজেলার প্রত্যকটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। গত মার্চ-২০১৯ মাসে কোভিট-১৯ মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় কিশোর-কিশোরী ক্লাব গুলোও বন্ধ করে দেওয়া হয়।
ক্লাব গুলো বন্ধ থাকায় কিশোর-কিশোরীরা নানা ধরণের অন্যায় মূলক কাজে ঝুকে যায়। বেড়ে যায় বাল্য বিবাহ,সময় ব্যয় করছে মোবাইলের মাধ্যমে নানা ধরণের অনলাইন খেলায়। বিভিন্ন দিখ বিবেচনা করে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ক্লাব গুলো চালু করে দেওয়া হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করে ক্লাব গুলো পরিচালনা শুরু হয়েছে।
সারা বাংলাদেশে ৪৮৮৩ টি ক্লাব শুক্রবার (৫’ফেব্রুয়ারী) থেকে শুরু হয়। ক্লাব গুলোতে জেন্ডার প্রোমোটার, সংগীত শিক্ষক, আবৃত্তি শিক্ষকরা খুবই সুন্দর ভাবে ক্লাব পরিচালা করছে। প্রত্যক ক্লাবে কো-অর্ডিনেটর মহিলা মেম্বারা ক্লাব চলাকালীন সময়ে ক্লাবে উপস্থিত থেকে কিশোর-কিশোরীদের নানা ধরণের দিখ নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
মাধবপুর উপজেলার পৌরসভার ক্লাবের জেন্ডার প্রোমোটার সাবিহা বেগমের সাথে কথা হলে তিনি দৈনিক শায়েস্তাগঞ্জ কে বলেন, করোনায় স্কুল কলেজ এবং কিশোর-কিশোরী ক্লাব বন্ধ থাকায় কিশোর-কিশোরীরা অনেক অন্য মনষ্ক হয়ে পড়ছিল, তারা নানা ধরণের অপরাধ মূলক কাজে জরিয়ে পড়েছে, এর সাথেও বেড়ে গেছে বাল্য বিবাহ। তিনি আরো বলেন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র/পত্রিকায় দেখতে পেয়েছেন কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে অনেক বাল্য বিবাহ বন্ধ হয়েছে। ক্লাব বন্ধ থাকায় ছাত্র ছাত্রীরা আমাদের খবর দিতে পাড়েনি বিধায় গোপনে অনেক বিয়ে হয়ে গেছে। এখন ক্লাব খুলেছে এবং আশা করছি সব ধরণের খবর পেলে বল্য বিবাহ প্রতিরোধে সর্বাত্বক চেষ্টা করব।