আব্দুর রাজ্জাক রাজুঃ ১৩০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক,প্রবীন মুরুব্বি হাছন আলী মেম্বার।
(৭ ফেব্রুয়ারি) রবিবার সকালে চুনারুঘাটের আমুরোড বাজারে প্রবাসী যুবলীগ নেতা নৌকার মনোনয়ন প্রত্যয়শী হারুনুর রশিদের রঙ্গুর সার্বিক সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় হাছন আলী বলেন, জীবনের শেষ সময়ে এসেও মানুষের সেবা করতে আমার ইচ্ছে হয়, যতটুকু পারি ততটুকুই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।আপনারা আমার জন্য দোয়া করবেন আগামীতে যদি বেঁচে থাকি তাহলে ৩০০ জন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান,বীর মুক্তিযোদ্ধা নমীর খান,প্রবীণ আওয়ামী লীগ নেতা সাব্বির আহমেদ, শফিকুর রহমান শাপু মেম্বার, আব্দুর রশিদ, যাদব কুমার সিংহ, আব্দুল জলিল আব্দুল, বারেক মিয়া,সিরাজ মিয়া, বাবরু মিয়া,অজিত দেব, রিমু মিয়া, তাহির মিয়া প্রমুখ।