আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় এখন সময় পার করছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রবিবার রাত থেকে তিনি পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছেন।এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি বহর তার সাথে নৌকার প্রচারনা করতে দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমন বলেন,গত ৬/৭ বছরে ধানের শীর্ষ প্রার্থী পৌর মেয়র থাকায় পৌরসভায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।নেই পৌর ভবন।উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকামার্কায় ভোট দিন।
তরুণদের আইডল খ্যাত ব্যারিস্টার সুমন বলেন,কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে উন্নয়ন কাজ নিয়ে কি ধানের ছড়ার মেয়রের কাছে হস্তান্তর করবো? তাই তিনি নৌকামার্কার প্রার্থী সাইফুল আলম রুবেল কে ১৪ ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোদ করেন।
তিনি আরো বলেন,এবার নির্বাচনে আওয়ামীলীগে গাচ্ছুয়া ইদুঁর ও কটা নেই,তাই নৌকার বিজয় হবে।