সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোমবার (৭ ফেব্রুয়ারী) লাখাই উপজেলার কালাউক ও বুল্লা বাজারে এ তদারকিমূলক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯’ এর বিভিন্ন ধারায় অপরাধ বিবেচনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিভিন্ন অপরাধে ৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মামলাসহ মোট ১৭হাজার টাকা জরিমানা আদায় করেন।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করনে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিরাপদ খাদ্য পরিদর্শক বিধান সোম এবং পুলিশের একটি দল।