নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে কর্মরত ৪ জন সাংবাদিক মঙ্গলবার সকালে করোনা ভ্যাকসিন নিয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর সাংবাদিকদের মাঝে প্রথম টিকা নেন। এর পরে সমকাল প্রতিনিধি আয়ুব খান,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান,সাবেক সেক্রেটারি মিজানুর রহমান।
করোনা ভ্যাকসিন গ্রহনকারী রোকন উদ্দিন লস্কর জানান,করোনা ভ্যাকসিন সাধারন ভ্যাকসিনের মতোই।এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।মাধবপুরের জেষ্ঠ্য সাংবাদিক আরো বলেন ভ্যাকসিন নেয়ার পর তিনি স্বাভাবিক ও সু্স্থ আছেন।
সমকাল প্রতিনিধি আয়ুব খান জানান,মাধবপুর উপজেলার সবাই নিবন্ধন করে নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারেন।বিশেষ করে সম্মুখ সারির যোদ্ধাদের তিনি ভ্যাকসিন নিতে আহবান জানান।