সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে “জয় মা কল্যাণ সংঘ” এর আয়োজনে আগামীকাল শ্মশানে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শ্মশান কালী মায়ের পূজা।
আগামীকাল বুধবার রাত ১০টায় শ্রীশ্রী শ্মশান কালী মায়ের পূজা, রাত ১১টায় মালসি কীর্ত্তন অনুষ্ঠিত হবে। এ পূজায় আপনারা সবান্ধবে আমন্ত্রণ জানায় জয় মা কল্যাণ সংঘ।