স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে চার নম্বর ওয়ার্ডে নাগরিক সমাজের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে চৌধুরী বাজার মরহুম ডা. সামছুল হোসেন উমদা মিয়ার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ সামছু মিয়া, নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি আবু সায়েদ বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল খালেক টেনু, বিশিষ্ট মুরুব্বী নিতেন্দ্র সূত্রধর, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি সহ আরো অনেকে।
সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম সকলের ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত সকলেই তাকে সমর্থন জানিয়েছেন।