শেখ হারুন,চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন তরফদার ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি….রাজিউন।বার্ধক্যজ্বনিত কারণে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় চাটপাড়া ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট(জেলা প্রশাসন হবিগঞ্জ) শামছুদ্দিন মোঃ রেজা’র উপস্থিতিতে চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র’র নেতৃত্বে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাযায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছমদ,সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক সরকার,প্রভাষক আব্দুল করিম,মাস্টার ফরিদ উদ্দিন,ফরহাদ বখত চৌধুরী প্রমূখ।জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য,১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক-হানাদার বাহিনীর ভয়াবহ আক্রমনের খবর রাজারবাগ পুলিশ লাইন হতে সারা দেশের পুলিশ সদস্যদের উদ্দ্যেশে বার্তা পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।