আলমগীর কবির, মাধবপুর :হবিগঞ্জে মাধবপুর উপজেলা চেয়ারম্যান বাসভবনের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্স ভিতরে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
এইসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলিউর রহমান খান চৌধুরী (কবির), প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, প্রমুখ।
উপজেলা চেয়ারম্যানের বাসভবন বাস্তবায়নে এলজিডি ‘ নির্মাণে ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।