হামিদুর রহমান,মাধবপুর থেকে : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৮ বোতল ভারতীয় ম্যাগ ডুয়েলস মদ উদ্ধার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার(০৫/০৫/২০১৫) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে এক দল বিজিবি সদস্য উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগান এলাকার ১৯৮২/৬এস পিলারের নিকট দিয়ে ভারতীয় মদ নিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ কালে ধাওয়া দিয়ে ১৮ বোতল ম্যাগ ডুয়েলস ১৮০ এম এল মদ আটক করে।
বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে চুরা কারবারিরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদের মূল্য ২৭ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।