এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পদক্ষেপ গণ পাঠাগারের পুরুষ্কার বিতরণ ও ২৪ তম সাধারণ পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) বিকাল ৬টায় পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোর্শেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাষ্টার আব্দুল আওয়াল,ডাক্তার নুরুল ইসলাম ও মোদাব্বির হোসেন।
জানা যায়, মুজিব বর্ষ ২০২০ পদক্ষেপ গণ পাঠাগারের যুগ পূর্তি উপলক্ষ্যে মুজিববর্ষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ষষ্ঠ থেকে স্নাতক ডিগ্রিধারী সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিভাগে অনলাইন ভিত্তিক ভাষা আন্দোলন,বাংলাদেশের অদ্ভু্যদয় ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ভাবনায় সাহিত্য ও সংস্কৃতি,স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি বিষয়ে কুইজ,রচনা দেশব্যাপী প্রতিযোগীদের অংশ গ্রহনের সুযোগ দেয়া হয়।আয়োজক কমিটির বিভিন্ন পর্যালোচনায় মোট ১৮ জন প্রতিযোগীকে বিভিন্ন বিভাগে ১ম,২য়,৩য় মনোনীত করে পুরষ্কিত করা হয়।আজ উপস্থিত জান্নাতুল ফেরদৌস সোনালী,জান্নাতুল মাওয়া রুপালী,জান্নাতুল ফেরদৌস বেগম,নিশাত তাসনিম ঐশি হাতে অতিথি গন পুরুষ্কার তুলে দেন।এবং দুরবর্তী বিজয়ীদের যথাযথ ঠিকানায় পুরুষ্কার প্রেরন করা হবে জানানো হয়।
পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে বর্তমান ১৯/২০ কমিটি বিলুপ্ত করে ৩ জন উপদেষ্টা করে নির্বাচন কমিশন করে গঠন কতৃপক্ষের নির্দেশনায় আগামী ২১/২৩ কমিটির নাম নতুন নেতৃত্বের নাম প্রস্তাব করেন পদক্ষেপ গণ পাঠাগারের সাবেক সভাপতি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল।
উপস্থিত সাধারণ সদস্যদের হাদ্বয় সমর্থনে বর্তমান সভাপতি মোস্তাফা মোর্শেদ কে পুনরায় সভাপতি,মনিরুল ইসলাম জুয়েল কে সহ সভাপতি,সোহেল আহমেদ কে সাধারণ সম্পাদক,এস এম মিজান কে সহ সাধারণ সম্পাদক,হুমায়ুন কবির মিলন কে অর্থ, সফিকুল ইসলাম কে সমাজ কল্যান,এহতেরামুল হক সোহাগ কে দপ্তর, মোহাম্মদ নুরু উদ্দিন কে প্রচার ও প্রকাশনা,সাহাদাত তালুকদার কে সাহিত্য সংস্কৃতি, আয়েশা আক্তার মীম কে ক্রিড়া,কাউসার খসরু কে গ্রন্থ ও গবেষণা,নুরুজ্জামান তরফদার স্বপন কে আন্তর্জাতিক, আশিকুর রহমান সামি কে ছাত্র কল্যান,অর্সীলা রানী কপালী কে নারী বিষয়ক,মনসুর আহমেদ কে বিজ্ঞান ও প্রযুক্তি,ফুলমিয়া খন্দকার মায়া কে পরিবেশ বিষয়ক সম্পাদক , হুমায়ূন কবির চৌধুরী ও আশরাফুল ইসলাম রাসেল কে সদস্য করে ১৯ বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়। এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে রজনীগন্ধ ফুল দিয়ে অভিনন্দিত করা হয়।