মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে করোনার ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বাড়ছে।
শনিবার (১৩ ফ্রেরুয়ারী) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন গ্রহন করেছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান, শনিবার সকাল থেকে দুপুর আড়াই টা পর্যন্ত ৪৬৯ জন মানুষ কে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। গত ৭ ফ্রেরুয়ারী থেকে ১৩ ফ্রেরুয়ারী পর্যন্ত মোট ১৪১৮ জন ভ্যাকসিন নিয়েছেন। শৃঙ্গলা রক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিকা গ্রহণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান সংবাদকর্মীদের জানান, সরকার কোভিড-১৯ এর আক্রান্ত থেকে নিরাময় থাকতে টিকার দেয়ার যে কর্মসূচী নিয়েছে তা প্রসংশার দাবীদার। তিনি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।