নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু এবং ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল বাছির।
এছাড়া কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন। এখানে মোট ভোটার ১৪ হাজার ৪০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১১১ জন এবং নারী ভোটার ৭ হাজার ৩৯১ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৪৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।