কামরুজ্জামান আল রিয়াদ: হবিগঞ্জের চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে বিগত সব কয়টি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালেও বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভােটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল । এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভােটের ব্যাবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি । ১৬ বছর পর আওয়ামীলীগের কোন নেতা মেয়র পদে নির্বাচিত হলেন।
বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছুর চেয়ে ৩ হাজার ২০৭ ভােট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী সাইফুল আলম রুবেল । একই সাথে এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভা নির্বাচনে প্রথম জয়ের দেখা পেলাে আওয়ামী লীগ । এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ , নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে । রােববার রাতে সাড়ে ৮ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘােষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মাে . সাদেকুল ইসলাম।
তিনি জানান , আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভােট পেয়েছেন ৬ হাজার ৭৮২ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভােট । ফলে ৩ হাজার ২০৭ ভােট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল।
এর আগে রােববার সকাল ৮ টা থেকে ভােটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত, সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহন করা হয়েছে। একটি অপ্রীতিকর ঘটনা বাদে শান্তিপুর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।