রুখসানা খাঁনম: তিন দফা দাবিতে নার্সিং ইনস্টিটিউট হবিগঞ্জের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
“নার্সেস সংগ্রাম পরিষদ” এর ব্যানারে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো কারিগরি শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্বান্ত বাতিলের দাবি।
ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ।
৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারী কাউন্সিল এর অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতি বিলম্বে নেয়ার দাবি।
এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় যেমনঃ কারিগরি মুক্ত নার্সিং চাই,জয় বাংলা জয় বঙ্গবন্ধু,শেখ হাসিনার দেশে নার্স কেন রাস্তায়? শেখ মুজিবের দেশে নার্স কেন রাস্তায়? সময় হয়েছে মাঠে নামার – নিজের অধিকার ছিনিয়ে আনার।
“কারিগরি হইলে নার্স – স্বাস্থ্য সেবার সর্বনাশ- জনগন খাবে বাঁশ, ভুল সেবাতে হবে লাশ”।
“কারিগরি নিপাত যাক নার্সিং মুক্তিপাক”।
মানববন্ধনে নার্সিং শিক্ষার্থী রুখসানা খানম বলেন – আমরা ইন্টার পাস করে এডমিশন পরীক্ষা দিয়ে চান্স পাই, কঠোর পরিশ্রম করে ইন্টারনেশনাল ভাবে ইংলিশ মিডিয়ামে ৩ বছর পড়ে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ৬ মাস ইন্টার্নিংশিপ করে কাউন্সিল পরীক্ষার দিয়ে স্টাফ নার্স হই। সেখানে কারিগরি শিক্ষার্থীরা – জেএসসি এবং এসএসসি পাস করে বাংলা মিডিয়ামে ৬ মাস বা ১ বছর কোর্স করে কি ভাবে স্টাফ নার্স হওয়ার যোগ্যতা রাখে?
বক্তারা তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহবান জানান।অন্যতায় আগামীতে আরো কঠিনতর আন্দোলনে নামার হুশিয়ারী দেন।