সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাইয়ে অন্ঞ্জনা রাণী সুত্রধর(২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ।
বুধবার (১৭ফেব্রুয়ারী) লাখাই থানা পুলিশ উপজেলার মুড়াকরি গ্রামের নিতেশ বনিকের স্ত্রী অন্ঞ্জনা রাণী সুত্রধর এর লাশ উদ্ধার করে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার এক পর্যায়ে রাতে পূজা দেখার জন্য স্বামী ঘরে তালা দিয়ে চলে যায়। ফিরে এসে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে।
এদিকে সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশের ওসি তদন্ত মহিউদ্দিন সুমন এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে স্বামী নিতেশ বনিক(৪৬) কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে ওসি তদন্ত মহিউদ্দিন সুমন এর সাথে যোগাযোগ করা হলে তিনি লাশ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।