চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের দখলে থাকা ৫০০ একর ভুমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে চুনারুঘাট উপজেলা ভুমি অফিসের পক্ষে বিশগাও ভুমি অফিসের তহসিলদার আঃ ছালাম ও অফিস সহকারি ফজল মিয়া জমি গুলো উদ্ধার করে সাইন বোর্ড টানিয়ে দেন।
এলাকাবাসী জানান,রেমা-কালেঙ্গা মুছি কান্দি পুর্ব পাহাড় ঘেষা জেলা প্রশাসনের সরকারী খাস খতিয়ানের প্রায় ১৩ শত একর জমি রয়েছে।যেখানে বিভিন্ন প্রজাতির মুল্যবান গাছ আছে এবং ছিল।কিন্তু বনবিভাগ জমি গুলো নিজের দাবী করে আসছিল।সেই সুযোগে একদল গাছ চোর প্রতিনিয়ত দামি দামি গাছ কেটে নিচ্ছিল।
এলাকাবাসীর অভিযোগের পেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন পাল ২ ট্রাক্ট্রর ভর্তি গাছ আটক করেন।
তবে জেলা প্রশাসক বিষয়টি জানার পর বিশগাও ভুমি অফিস কে সরকারী ১নং খাস খতিয়ানের সমস্ত জমি উদ্ধার করার নির্দেশ প্রদান করেন।সেই মোতাবেক ১৩শ একর থেকে ৫১৫ একর জমি উদ্ধার করে সাইন বোর্ড দেন তারা।
এলাকাবাসীর দাবী সরকারী ১নং খাস খতিয়ানের সমস্ত জমি উদ্ধার করে সামাজিক বনায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতঃ উন্নয়নের অগ্রনী ভুমিকা রাখবে জেলা প্রশাসন।