স্টাফ রিপোর্টার :”সম্প্রীতির বন্ধনে আবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে সাঁটিয়াজুরী ইউনিয়ন কমপ্লেক্সে “চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন” এর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সাঁটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – অধ্যাপক আঃ করিম, সাংবাদিক মনিরুজ্জামান তাহের, মাও. দরস আলী খান, হা: মাও. ইয়াহইয়া আল মামুন, হা: আবু মুসা, জামাল উদ্দিন, আবুল খায়ের, মীর মাহমুদুল হাসান সৌরভ প্রমূখ। এছাড়াও “চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন” এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন, অসুস্থ ও অসহায় দুই নারী ও এক পুরুষকে আর্থিক অনুদান প্রদান করেন এবং এক নারীকে সেলাই মেশিন প্রদান করেছেন। এতে স্বাগত বক্তব্য রাখেন – মুফতি ফরিদ উদ্দিন মাসুদ।
উল্লেখ, চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের সহ-সভাপতি মকসুদ আলী ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তাজুল ইসলামের অর্থায়নে এ অনুদান প্রদান করা হয়েছে।