এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শেকড় সামাজিক সংগঠন এর ২০২১ ইং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেনসাতছড়ি জাতীয় উদ্যানে শেকড়ের সভাপতি স্বপন তরফদার এর সভাপতিত্বে ও ফয়সাল আহমেদ তুষার এর সঞ্চালনায় দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা,গান,কবিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে ২০১০ ইং তে কিছু উদ্যোমী আত্মবিশ্বাসী তরুণদের সমন্বয়ে গঠিত হয় শেকড় সামাজিক সংগঠন। শেকড়ের কার্যক্রম ইউনিয়ন থেকে পরবর্তীতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেও এর কার্যক্রম পরিচালনা শুরু হয়।সফলতার সাথে আজ সংগঠন টি মিলনমেলা আয়োজন করে।এতে স্বতস্ফুর্ত ভাবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবক জনপ্রতিনিধি সহ প্রত্যেকটি ইউনিয়নে সভাপতি সম্পাদক ও উপজেলার বিভিন্ন সংগঠকদের মিলনমেলায় পরিপূর্ণ হয়ে উঠে।
এ সময়ে উপস্থিত ছিলেন আহম্মাদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আবেদ হাসানাত চৌধুরী সনজু,পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,নাজনীন রহমান,এস এম মিজান,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, শব্দকথা সম্পাদক মনসুর আহমেদ,মাদক বিরোধী শক্তি চুনারুঘাট উপজেলা সভাপতি ফুল মিয়া, খন্দকার মায়া,আক্তার আহমেদ,জাবেদ আহমেদ,কামরুল হাসান শামীম প্রমুখ।