
বাহার উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপিত হয়।
শনিবার রাত ১২ টা ০১ মিনিটে লাখাই কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধান্ঙ্জলী নিবেদনের মাধ্যমে দিবসের সুচনা হয়।
উপজেলা পরিষদ,উপজেলা প্রসাশন,থানা প্রসাশন,বীরমুক্তিযোদ্ধা,প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ ওঅংগ সংগঠন,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে।সকাল ১০ টায় আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
জাইকা প্রকল্পের সমন্বয়ক জামাল হোসাইন এর সন্চালনায় অনুষ্টিত সভায় আলোচনায় অংশ নেন লাখাই প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী প্রমুখ।
সভায় চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।